আজ- সোমবার | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৮
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন আদম তমিজি হক

সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় করা মামলায় ব্যবসায়ী আদম তমিজি হককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। 

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। ট্রাইব্যুনালের পেশকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম তাঁকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

গত বছরের ১৫ নভেম্বর আদম তমিজির বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম। রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করা হয়েছিল।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ