আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাহাত্তরের সংবিধান বাতিলসহ ৮ দাবি

বাহাত্তরের সংবিধান বাতিল করাসহ আট দফা দাবি জানিয়েছে জাস্টিস ফর জুলাইয়ের ঢাকা মহানগরের মোহাম্মদপুর শাখা। বুধবার (৬ নভেম্বর) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

জাস্টিস ফর জুলাইয়ের অন্য দাবিগুলো হচ্ছে— জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়ন এবং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসনকল্পে সরকারিভাবে পাঁচ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। একজন উপদেষ্টা এ কমিটির প্রধান থাকবেন এবং ছাত্র-জনতার পক্ষ থেকে একজন প্রতিনিধিকে কমিটিতে যুক্ত রাখতে হবে; জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারগুলোর সব ধরনের দায়িত্ব নিতে হবে; জুলাই অভ্যুত্থানের আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যোগ্যতা অনুসারে প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে প্রশাসনের সৎ ও চৌকস সদস্যদের সমন্বয়ে একটি স্পেশাল টাস্কফোর্স গঠন করতে হবে; বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও স্থানীয় ব্যক্তিদের সরেজমিনে প্রাপ্ত রায়েরবাজার এবং নানা স্পটে গণকবরের অস্তিত্বের খবর পাওয়া যাচ্ছে। কালবিলম্ব না করে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতে হবে; গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অতিসত্বর বিচারের আওতায় আনতে হবে; একজন অপরাধীও যদি আইনের ফাঁক গলে দেশ ছেড়ে যায়, তার দায় সরকারকে নিতে হবে এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্টকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা দিতে হবে।

সমাবেশে বক্তব্য দেন জাস্টিস ফর জুলাইর কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন মাহি, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সদস্য আবরার হামীম, জাস্টিস ফর জুলাই মোহাম্মদপুর অঞ্চলের আহ্বায়ক রাজিবুল ইসলাম, সদস্য সচিব আল-মামুন খান প্রমুখ।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video