আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১১
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাগজের নৌকা ভাসাতে গিয়ে স্রোতে ভেসে গেল শিশু

পাবনার ভাঙ্গুড়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে কাগজের নৌকা ভাসাতে গিয়ে নদীর স্রোতে হুজাইফা নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়রা, পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল চেষ্টার করেও তাকে উদ্ধার করতে পারেনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভাঙ্গুড়া পৌরশহরের কলেজ পাড়া এলাকায় বড়াল নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হুজাইফা (৫) ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীর পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির স্রোতে ভেসে যায় সে। ঘটনার পরেই স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৭ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর