আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক বছরেই প্রেম ভাঙল

বছরখানেক আগে প্রেমের খবর প্রকাশ করেছিলেন কোরীয় অভিনেতা কোয়াক সি ইয়ং ও অভিনেত্রী লিম হিয়োন জু। বছর ঘুরতেই প্রেমে ইতি টানলেন এই তারকা জুটি। খবর দ্য কোরিয়া টাইমসের

আজ বুধবার দুজনের এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। কোয়াকের এজেন্সি ড্রয়িং এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে লিখেছে, ‘হিয়োন জুর সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন কোয়াক। তবে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।’

লিমের এজেন্সি স্টুডিও সান্তা ক্লজ এন্টারটেইনমেন্ট আরেক বিবৃতিতে জানিয়েছে, সহকর্মী হিসেবে দুজনের সম্পর্ক চালিয়ে নেবেন।

গত বছরের সেপ্টেম্বরে দুজনের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেছেন এই জুটি। ‘দ্য উইটনেস’, ‘ব্যাটল অব জংসারি’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছেন কোয়াক। ‘হার্ট সিগন্যাল সিজন ২’ সিরিজের অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন লিম।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর