হলে প্রবেশের সান্ধ্যকালীন আইন বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন হল থেকে বিক্ষুব্ধ নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে আরো নিরাপত্তা বাড়ানোর দাবী জানান। মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে গেলো রবিবার পাঁচ ছাত্রী হলের প্রভোস্ট স্বাক্ষরিত একটি সান্ধ্যকালীন নীতিমালা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে অক্টোবর থেকে মার্চ শীতকালীন সময়ে সন্ধ্যা সাতটায় এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর গ্রীষ্মকালে রাত আট টার মধ্যে হলে প্রবেশের সময় বেঁধে দেয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, নিরাপত্তার স্বার্থেই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে এমন আইন করে প্রয়োগের বিষয় জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা না বাড়িয়ে শিক্ষার্থীদের আইনের বেড়াজালে বন্দী করাটা অন্যায়। নিজেদের ক্যাম্পাসে আরো নিরাপত্তা জোরদার ও সান্ধ্যকালীন আইন বাতিলের দাবী হলের নারী শিক্ষার্থীদের।এদিকে সম্প্রতি যৌন হয়রানিসহ নানা অভিযোগ তুলে এসব বিষয়ের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।