কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অফিস ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে চলে যান।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার কালিকাপ্রসাদের বিসিক শিল্প নগরী এলাকা থেকে শহীদুল্লাহ কায়সারকে ও রাব্বিকে পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।
শহীদুল্লাহ কায়সার বাঁশগাড়ি এলাকার মৃত নাজির হোসেন প্রধান নাজিম মিয়ার ছেলে। অপরজন আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বি (৩০) আগানগরের আব্দুল মালেক মিয়ার ছেলে।
র্যাব মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার আ. হাই চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই গ্রেপ্তাররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করে। র্যাব আরও জানায়, এ ঘটনায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন। ওই মামলায় তারা এজাহারনামীয় আসামি, তাদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে