আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩০
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নামাজ শেষে বাড়ি ফেরার পথে রঙমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুদ্দুস শেখ কৃষি কাজের পাশাপাশি রঙের কাজ করতেন। আজ ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার মরদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এসময় তার পাশে একটি জ্যাকেট, ছুরি এবং স্যান্ডেল ছিল। তার শরীরে ছুরির আঘাত ছিল।

নিহতের ছেলে মো. জাবেদ শেখ বলেন, বাবা বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যায়। ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউদ্দিন খান বলেন, নিহত কুদ্দুস শেখের মেয়ের জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পরিবারের। কারণ ঘটনাস্থলে নিহতের মেয়ের জামাইয়ের জ্যাকেট পাওয়া গেছে

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর