আজ- শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৫
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ২০ জেলেকে তারা ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ওই জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙ্গি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিচয় পাওয়া যায়নি। জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা- এমন সংবাদ পেয়েছি। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে সর্বশেষ গত ৯ অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর