আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে তিন ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় পাশে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ট্রাক ও লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানে পেছনে থাকা একটি বাস এসে ধাক্কা দিলে যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায় বাসটি। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তারা আরও জানান, দুর্ঘটনার পরে মহাসড়কের ওপর ট্রাক ও কাভার্ডভ্যানটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

দেবিদ্বার এলাকার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় রেকার ছাড়া এই ট্রাক-কাভার্ডভ্যান সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হবে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর