এক বাঘাইড় মাছের ওজন ৩২ কেজি, যা বাজারে আনার পর একনজর দেখতে রীতিমতো ভিড় জমে যায়। মুহূর্তের মধ্যেই মাছটি বিক্রি হয়ে যায়।
গত রোববার (৩ নভেম্বর) রাতে পদ্মার রাজশাহীর চারঘাট অংশে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ বাঘাইড় মাছ। বিক্রির উদ্দেশ্যে সোমবার (৪ নভেম্বর) সকালে মাছটি মাথায় করে বাজারে নিয়ে আসেন জেলেরা। এতে হৈচৈ পড়ে যায় চারঘাট হাটে।
এলাকাবাসী জানান, বাঘাইড় মাছ বেশ সুস্বাদু। তাইতো এখানকার ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকে এ মাছ। ওজন অনুযায়ী দাম নির্ধারণ করেন বিক্রেতারা। সাধারণত দাম বেশি হওয়ায় অনেকে কেবল দেখেই তৃপ্তি অনুভব করেন।
বিক্রেতারা জানান, অনেক দিন চেষ্টা করার পরে এমন বড় মাছ কপালে জোটে। আজকের মাছটি ৪২ হাজার টাকা দিয়ে ১৬ জনে ভাগ করে নিয়ে গেছেন। মাছের স্বাদ ভালো হওয়ায় ক্রেতারা অনেক সময় আগেই তাদের জানিয়ে রাখেন।
প্রসঙ্গত, বিরল প্রজাতির এ বাঘাইড় মাছ বাংলাদেশে ক্রমেই বিলুপ্ত হচ্ছে। তাই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর আওতায় বাঘাইড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। কেউ তা অমান্য করলে এক বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।