উখিয়ায় গণসমাবেশের ডাক দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার কোটবাজারের দক্ষিণ স্টেশন চত্বরে বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।সমাবেশে সভাপতিত্ব করবেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কাশেম।
২০২০ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করা এবি পার্টি’র অন্যতম নেতা হিসেবে ফুয়াদ দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ের আলোচিত মুখ।
এছাড়াও এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টির দপ্তর সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টির কক্সবাজার জেলা আহবায়ক এড. এনামুল হক সিকদার, জেলা সদস্য সচিব এড. গোলাম ফারুক খান কায়সার সহ নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।গণসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবি পার্টি উখিয়া উপজেলা শাখা। গত রোববার উপজেলার আহবায়ক সৈয়দ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।সৈয়দ হোসাইন চৌধুরী জানান, “কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রস্তুতি সভায় কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার জেলার যুগ্ন আহবায়ক, আবুল কাশেম, উখিয়া উপজেলা যুগ্ন আহ্বায়ক যথাক্রমে মাওলানা আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, বখতিয়ার আহমদ, উপজেলা সদস্য সচিব জাহেদুল করিম, উপজেলা এবি পার্টির সদস্য হেলাল রাজ ও সোহেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ২০২৪ সালে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন কতৃক নিবন্ধিত হয়েছে এবি পার্টি এবং দলটির প্রতীক ঈগল।