আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৫
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হবিগঞ্জ

হবিগঞ্জে ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য কাঁচা বসতঘর ধসে পড়ছে। টিনের চাল উড়ে গেছে। রাস্তাঘাটে গাছের ডালপালা ভেঙে পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আকস্মিক ঝড়সহ ও শিলাবৃষ্টি শুরু হয়। আধাঘণ্টা স্থায়ী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর গ্রামের আফসর মিয়া জানান, সন্ধ্যায় হঠাৎ ঝড়ে আমাদের এলাকার অনেক ঘরবাড়িসহ মসজিদে ঘরে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হবিগঞ্জ
হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দ পুর গ্রামের তানিয়া আক্তার জানান, ঝড়ে আমাদের এলাকার গাছের ডালপালা ভেঙে রাস্তাঘাটে পড়ছে। ফলে ছোট যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।
শহরের ইজিবাইক চালক সাহান জানান, বড় বড় শিলাবৃষ্টিতে অনেক ইজিবাইক গ্লাস ফেটে গেছে।

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ঝড়ে আমার ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচাঘর ভেঙে পড়েছে। তবে বিদুৎ না থাকায় সব এলাকার খবর পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video