আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরের ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) জৈন্তাপুর উপজেলার হরিপুর সাত নম্বর গ্যাস কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা হচ্ছে। এখন থেকে প্রতিদিন ৭-৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। আজ সোমবার বিকেলের এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সমকালকে জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা হয়েছে। ১২শ’ ‍মিটার খননের পর ৯০-৯৪ বিসিএফ ঘনফুট গ্যাস মজুদ পাওয়া গেছে।

সিলেট গ্যাস ফিল্ডসের তথ্যমতে, উৎপাদনে থাকা সিলেটের কূপগুলো থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় ১০০ মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস। নতুন করে ৭ নম্বর কুপের গ্যাস জাতীয় গ্রিডে আজ সোমবার থেকে যুক্ত হওয়ায় এখন প্রতিদিন ১০৭-১০৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে ১০৯৪ সাল পর্যন্ত জৈন্তাপুরের হরিপুর সিলেট-৭ নম্বর কূপ থেকে তেল উত্তোলন করা হয়। পরে সেখান থেকে গ্যাসও পাওয়া যায়। গ্যাস উত্তোলনের পর আবার কূপটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি কূপটি সংস্কার কাজ শুরুর পর গ্যাসের সন্ধান পায় এসজিএফএল।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ