আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৩
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে অবৈধ যান চলাচল রোধে অভিযান, একদিনে ৩০ মামলা

শেরপুরে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আজ সোমবার শহরের খোয়ারপাড় শাপলা চত্বের মোড়ে সব ধরনের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে যৌথ বাহিনী। এই মোড়ে শেরপুর, জামালপুর ও কুড়িগ্রামের লোকজনসহ হাজারো যানবাহন চলাচল করে। এছাড়াও সীমান্ত থেকে এই সড়ক দিয়ে বেশকিছু অবৈধ পণ্য ও মাদক চোরাচালান হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাগজপত্র না থাকায় ৩০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে লাইসেন্সবিহীন ১৬ যানবাহন এবং ১৪ জন মোটরসাইকেল চালক রয়েছেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিআরটিএ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করে এসব মামলা দিচ্ছে। অভিযানে সেনাবাহিনীর ১৩ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video