

শরীয়তপুরে অবৈধ পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন সুপার শপ ও আংগারিয়া বাজারে এ অভিজান পরিচালনা করা হয়।
উক্ত অভিজান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার এবং এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।
এসময় প্রাথমিক ভাবে শপ সমূহকে সতর্ক করা হয় এবং দোকানে থাকা পলিথিন ও টিস্যু ব্যাগ উঠিয়ে নেয়া হয় । একইসাথে আংগারিয়া বাজারে মুন্সী স্টোর ও নাগ স্টোর নামের দুটি দোকান থেকে আনুমানিক ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।এসময় এই প্রতিষ্ঠান দুইটিকে ৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান জানান, আজ শরীয়তপুরের বিভিন্ন দোকানে ও মার্কেটে অবৈধ পলিথিন বিরোধী অভিজান পরিচালনা করেন আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার স্যার।এসময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধন ২০১০) মোতাবেক দুইটি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।