আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১২
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা শহরে রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষে কুলসুম বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার ইছা মিস্ত্রীর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আল বেলাল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের রেলবাজার থেকে কুলসুম বেগম ভ্যানে নিজ বাড়ি আসছিলেন। এ সময় একটি রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষ হলে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাত পান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর