আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫২
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনা উপকূলে ৬০০ গাছের চারা রোপণ

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় এলাকায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ৬০০ ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) সকালে রামগতির বি বি কে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগিয়ে ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মাইনুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মাইজদী কোর্ট শাখার সহকারী মহাব্যবস্থাপক স্বপ্না দাস চৌধুরী, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক ও উপজেলা বন কর্মকর্তা আব্দুল বাসেত প্রমুখ। পরে তারা রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের নতুন ভবন এলাকা, আজাদনগর বাজার, নাগের টোনা ও বড়খেরিসহ প্রকল্প এরিয়া পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, রামগতি ও কমলনগরের ১১টি স্থানে ৬০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মধ্যে নারিকেল গাছের রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় বনায়নের গুরুত্ব অপরিসীম। বেশি বেশি গাছ লাগালে সামাজিক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। আমাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বৃক্ষরোপণের বিষয় নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video