আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২১
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছ নিয়ে হাসি মুখে ফিরছেন জেলেরা

পটুয়াখালীতে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যাওয়া জেলেরা এখনো ফিরেনি ঘাটে। তাই এখন জেলে শূন্য মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর। তবে জেলার বিভিন্ন নদী ও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা ফিরেছেন তীরে। এদের মধ্যে বেশির ভাগ জেলেই ফিরেছে কাংখিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। এতে হাসি ফুটেছে জেলে সহ মৎস্য সংশ্লিষ্টদের মুখে।

এর আগে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই পটুয়াখালীর জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকায়, ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ হাজার আর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার তীরে ফিরলে দাম আরও কমতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।

এভাবে জেলেদের জালে মাছ ধরা পড়লে পিছনের ধারদেনা কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন জেলেরা। তবে গভীর সাগরে অবস্থানরত জেলেরা আগামী দুই তিন দিনের মধ্যে তীরে ফিরতে পারেন বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।

ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video