আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৮
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস থেকে নামিয়ে ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা লুট, গ্রেফতার ৭

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ পরিচয়ে এক সোনা ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে থেকে সাত লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন(৪২), সুজর (৩০), সমির হোসেন (৪২)। তারা সবাই পেশাদার ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

তিনি জানান, ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের সোনা ব্যবসায়ী ঢাকা থেকে বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। এসময় সিরাজদিখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়ে। পরে ওই ব্যবসায়ীকে নামিয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। ঘটনার ১২ দিনের মাথায় রোববার মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর