আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারি আটক

বাগেরহাটের মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।সোমবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে এসব মাংস উদ্ধার ওই দুইজনকে আটক করা হয়। পরে উদ্ধার হরিণের মাংস ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।আটকরা হলেন- মোংলা উপজেলার মো. আসাদুল ইসলাম (২৭) এবং মো. সয়দার শিহাব উদ্দিন (১৯)।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মুনতাছির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। হরিণের মাংস ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের সুন্দরবন পূর্ব বনবিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী ও সুন্দরবন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর