আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিবির হাতে রতন পাল আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থেকে ৫০০ পিস ইয়াবাসহ রতন পাল (৪৫) নামে একজনকে আটক করেছে। রবিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে।

এসআই আবু নাইয়ুম মিয়া সোমবার (০৪ নভেম্বর) জানান, ‘গতকাল রবিবার (০৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন সন্ধ্যার সময় আমার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গলের ধোপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শমশেরগঞ্জ বাজারমুখী ধোপারহাট বাজারের বিসমিল্লাহ টেলিকমের সামনে থেকে রতন পালকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার হেফাজত থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়’।

জানা গিয়েছে,আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে। এ ঘটনায় রতন পাল এবং পলাতক আরেক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর