আজ- শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০২
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শপথ নিলেন ৭৫৮ নবীন সেনাসদস্য

৩৬ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনা সদস্যদের ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ শেষে ৭৫৮ জন নবীন সদস্য শপথ নেন।

সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে দীঘিনালায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট-২০২৪’ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

মেজর মুশফিকুর রহমান সেনাবাহিনীর নবীন সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান। একইসঙ্গে ভালো মানুষ হওয়ার প্রত্যয় হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান তিনি।

৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে রিক্রুট ব্যাচে ২০২৪ এর ৭৫৮ জন নবীন সদস্য সেনাবাহিনীতে পদাতিক রেজিমেন্টে যোগ দেবেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ছয় রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর