আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৬, ৬, ৬, ৬, ৬, ওয়াইড, ৬! এক ওভারে ৩৭ রান

৬,৬,৬,৬,৬, ওয়াইড এবং আবারও ৬। এক ওভারে উঠল ৩৭ রান! ঘটনাটি ঘটেছে হংকং সিক্সেস টুর্নামেন্টে

ভারতীয় রবিন উথাপ্পার ওভারে বৈধ ৬ বলের সবকটিই বাউন্ডারি ছাড়া করলেন ইংল্যান্ডের রবি বোপারা। সাবেক ইংলিশ অলরাউন্ডার ব্যাট হাতে রীতিমতো কচুকাটা করলেন ভারতীয় অলরাউন্ডার বিরুদ্ধে। বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বোপারা।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে এক উইকেট হারিয়ে ১২০ রান করে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেটে ১০৫ রানে থামে ভারত। ইংলিশরা জয় পেয়েছে ১৫ রানে।

ব্যাট করতে নেমে ঝড় তোলেন রবি বোপারা। তার ঝড়টা বয়ে গেছে মূলত উথাপ্পার ওপর দিয়ে। ভারতীয় অলরাউন্ডারের ওভারের প্রথম পাঁচটি ডেলিভারিতে পাঁচ ছক্কার পর একটি ওয়াইড বল হয়। ওভারের শেষ বলে ফের ছক্কা হাঁকান বোপারা।

১৪ বলের ইনিংসে মোট আটটি ছয় মেরে ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন বোপারা। পাঁচটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৫১ রান করেন বোপারার সঙ্গী সামিত প্যাটেল। আর তাতেই ৬ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয় ইংল্যান্ড।

রান তাড়ায় নেমে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ভারত। নির্ধারিত ৬ ওভারের ম্যাচে ৩ উইকেটে ১০৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। টুর্নামেন্টটিতে এখনও পর্যন্ত জয়ের মুখই দেখেনি ভারত। পাকিস্তান ও আরব আমিরাতের পর এবার ইংল্যান্ডের কাছেও হেরেছে ভারত।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video