আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও লরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৬ জন।রোববার (৩ নভেম্বর) সকাল আটটার দিকে সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ থামার কারণে এ সংঘর্ষ হয়। একটি বাস থামার কারণে পেছনের বাস সামনের বাসকে ধাক্কা দেয়, তারও পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান বাসকে ধাক্কা দেয়।

এই ঘটনায় ৬ জন আহতের খবর পাওয়া গেছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্যে চলে গেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ এম ইমন নামে এক প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে বলেন, সামনে থাকা একটি বাস হঠাৎ ব্রেক করার কারণে একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সড়কের উপর বাজার বসায় এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, শুকলালহাট বাজারে মহাসড়কের পাশে যে যার মত করে বাজার বসিয়ে দেন। যার কারণে হাটের দিন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর