আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৯
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর আদালতে ৯ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হাইকোর্টের রুল

রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন পদে ৯ জনের নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করার নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

পরে তিনি বলেন, ২০২১ সালের ১২ মে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১৩টি পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় ৯ জন চাকরি প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করার নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল দেন এবং চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রংপুরের সিএমএম এবং দায়রা জজকে হাইকোর্টে রিপোর্ট দিতে বলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, রিটকারী চাকরি প্রার্থীরা লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত হন। কিন্তু অজ্ঞাত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

রিটকারীকারীরা হলেন- মো. হাবিবুর রহমান, মো. মিলন আক্তার, প্রবীণ কুমার বর্মণ, কমল সরকার, মো. নাহিদ ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. তৌহিদুর ইসলাম, মো. মাহমুদুল হাসান এবং লিটন চন্দ্র বর্মণ।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video