আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৩
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল এক্সপ্রেসে মিলল প্রায় ১১ কোটি টাকার এলএসডি

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ২১ বোতল এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে বেনাপল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এ ট্রেন এলএসডি উদ্ধার করা হয়। এ সময় ১৯ পিচ ভারতীয় কম্বলও উদ্ধার করে বিজিবি।

রোববার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর