আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

নাটোরের গুরুদাসপুরে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুল গফুর মোল্লা (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাত ১২ টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় খামারনাচকৈড় খোয়ার পাড়া মহল্লা’র একটি বাগানে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা সাইফুল ইসলাম (৪৬) শনিবার রাত ৮টার দিকে বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। শিশুটি বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত গফুর মোল্লা মৃত আহাদ আলী মোল্লা’র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গফুর মোল্লা ও শিশুটির পরিবার একই মহল্লায় থাকতেন পাশাপাশি বাড়ীতে। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের্^ এক লিচু বাগানে অন্যান্যদের সাথে খেলা করছিলেন শিশুটি। এমন সময় শিশুকে ভূতের ভয় দেখিয়ে লিচু বাগানের গাছের আড়ালে নিয়ে যায় গফুর মোল্লা। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণে চেষ্টা করে সে। চিৎকার করলে শিশুটির গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে শিশুটির যৌনাঙ্গ ক্ষত বিক্ষত হয়। পড়তে থাকে রক্ত। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ীতে আসলে দেখতে পায় শিশুটির মা শাপলা খাতুন। জিজ্ঞাসাবাদে সমস্ত ঘটনা খুলে বলে তাঁর মাকে। শিশুটির বাবা বাড়ী আসলে তাঁর স্ত্রী নিকট হতে বিষয়টি জানতে পান। শিশুটির অবস্থা খারাপ হলে দুপুর ২টার দিকে তাঁর বাবা ও মা তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমীন জাহান লুনা বলেন, ‘শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। যৌনাঙ্গ স্থান ক্ষত হওয়ায় রক্ত বের হচ্ছিল। চিকিৎসা দিয়ে তাঁকে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা ভাল। ’

শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, ‘তার কন্যা শিশুর সাথে অমানবিক কাজ করা হয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত ধর্ষক আব্দুল গফুর মোল্লা’র বিচার চান তিনি।’
এদিকে অভিযুক্ত গফুর মোল্লার পরিবারের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে কেউ কথা বলতে চান না। তবে গফুর মোল্লা ষড়যন্ত্রের শিকার বলে তাঁরা দাবি করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের পরপরই অভিযুক্ত গফুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর