আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩৫
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি স্পেশাল ট্রেনের পুরোটাই লোকসানে

খুলনা থেকে চালু হওয়া কৃষি স্পেশাল ট্রেনের পুরোটাই লোকসান। দিনে প্রায় ১০ লাখ টাকা খরচ হলেও আয় হচ্ছে না ১০০০ টাকাও। এ অবস্থার মধ্যে ট্রেনের এই সার্ভিস চালু রাখবে কিনা, তাই নিয়ে দোটানায় রেল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার বাইরে থেকে সবজিসহ পণ্যসামগ্রী সড়কে চাঁদাবাজি এড়িয়ে কম মূল্যে ভোক্তার কাছে পৌঁছাতে সরকার কৃষি ট্রেন চালু করে। খুলনা থেকে প্রথম দিন ট্রেনের খরচ হয় ১০ লাখ টাকার বেশি, যেখানে খরচ ওঠে মাত্র ৪৬০ টাকা। মঙ্গলবার ট্রেন থাকলেও পণ্যের অভাবে ট্রেনের শিডিউল বাতিল হয়।

খুলনা থেকে ট্রেনে ঢাকার দূরত্ব ৪১২ কিলোমিটার। এ দূরত্বে ট্রেনের পরিবহণ খরচ হয় ১০ লাখ টাকার বেশি। কিন্তু গেল মঙ্গলবার পণ্যের অভাবে ট্রেনতো যায়ইনি, উপরন্তু প্রথমবারের শিডিউলে মাত্র ৬৪০ কেজি পণ্য ঢাকা গেছে। এ থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া আদায় করেছে মাত্র ৪৬০ টাকা।

খুলনা রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, রেলওয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন বাজার, সবজির আড়তসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছি। এখনো আশানুরূপ সাড়া মেলেনি। ট্রেনের পক্ষ থেকে যদি আমরা অন্য পরিবহণ দিয়ে ডোর টু ডোর পণ্য সংগ্রহ করতে পারি তাহলে ব্যবসায়ীরা আগ্রহী হবে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর