আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২৪
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

যশোরে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, এদিন ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে শহরের খড়কি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়।

নিহত আসাদ খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। বর্তমানে শহরতলী ঝুমঝুম এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন তিনি এবং পেশায় একজন সাধারণ শ্রমিক ছিলেন। নিহত আসাদের বোন জামাই উজ্জ্বল হোসেন জানান, আসাদ ঝুমঝুম এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। শনিবার সকালে তাকে কে বা কারা ছুরিকাঘাত করে খড়কি রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তাকে এ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা সকাল সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে বা কারা আসাদকে ছুরিকাঘাত করেছে সেটি অস্পষ্ট। পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকারীকে আটক করা হবে।

 

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video