আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১২
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গানে ছোট পোশাকে আপত্তি, পরিচালকের প্রস্তাবে কড়া জবাব নোরার

২০১৮ সালের বলিউডের ভাইরাল গান ‘দিলবার’ এ নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন নোরা ফাতেহি। তার এই নাচ দেখে কুপোকাত হয়ে যায় দর্শক-শ্রোতারা। কিন্তু, এই গানে নাকি শুরুর দিকে নাচতে রাজি ছিলেন না নোরা। কারণ, নোরার প্রতি দৃষ্টি আকর্ষণ বাড়াতে তুলনামূলক চাপা ব্লাউজ পরতে বলা হয়েছিল; আর তাতেই ছিল আপত্তি।

এক সাক্ষাৎকারে নোরা জানান, এই গানে কাজ করার জন্য নাকি তিনি পারিশ্রমিকও নেননি। অবশ্য এর অন্য একটি কারণ ছিল।

তবে ব্লাউজের মাপ নিয়ে ঘোর আপত্তি ছিল নোরার। সাক্ষাৎকারে নোরার কথায়, ‘আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না।’

একরকম কড়া গলায় পরিচালককে নোরা বলেছিলেন, ‘জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিক ভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’

এরপর গানের শ্যুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়। এই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, ‘এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। বিষয়টি আমার কাছে স্বাচ্ছন্দ্যকর ছিল, এটাই বড় কথা। কিন্তু এর আগে যে মাপের ব্লাউজটি পরার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ছিল পরার অযোগ্য।’

গানটির জন্য নাচের শ্যুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, ‘অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।’

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর