আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৫
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস শুরু, নবীনদের মাঝে উচ্ছ্বাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিভিন্ন বিভাগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
লোক প্রশাসন বিভাগে সকাল ১১টায় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম প্রমুখ।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, আইন বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান সহ অন্যান্য বিভাগে নবীনবরণ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবাগত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং সময়কে সঠিক কাজে ব্যয় করার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য অর্জনের জন্য পড়াশোনা ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video