সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপুর এলাকার বাসিন্দা মামুনুর রশীদ। শিক্ষাজীবনে ছাত্ররাজনীতির সাথে জড়িত হন তিনি। হয়ে যাব ছাত্রশিবিরের সক্রিয় সদস্য। সেখান থেকেই ধীরে ধীরে তিনি জঙ্গি তৎপরতার দিকে এগিয়ে যান। তিনি বিভিন্ন মাদ্রাসায় কর্মী সংগ্রহ করে জঙ্গিবাদী তৎপরতা চালাতে থাকেন। তার উস্কানিমূলক ফেসবুক পোস্টগুলোর মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন ও হুমকির অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, বিভিন্ন নারীর সাথে সম্পর্ক গড়ে তোলে মামুন। এরপর অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। একাধিক নারী এরকম অভিযোগ তুলে তার পরিবারের সাথেও যোগাযোগ করেছে। তবে এতে কোনো সমাধান দূরে থাক উল্টো শাসানো হয় অভিযোগকারীদের।
পুলিশে তার নামে মামলা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের অভিযোগ, তিনি বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দেন এবং ভুক্তভোগীদের হয়রানি করেন। ঢাকায় অবস্থান করে তিনি একাধিক নারীকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও প্রমাণ মিলেছে। এমনকি, দেশ ছেড়ে পালিয়ে যেতে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যোগাযোগ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, মামুনুর রশীদের মতো ব্যক্তি যদি আইনশৃঙ্খলার বাইরে থেকে যায় এবং সহজে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে বাংলাদেশের জননিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিষয়টি নজরে রেখেছে এবং দেশত্যাগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে