আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৯
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা নিয়ে নেপাল থেকে উড়ল দিলো সাবিনারা, ঢাকায় প্রস্তুত ছাদ খোলা বাস

২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল নারী ফুটবল দল। সেবার বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীরা বিপুলভাবে অভিনন্দিত করেছিলেন সাবিনা, সানজিদা, মাসুরাদের।

টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলকে আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এ জন্য বিআরটিসির একটি বাসও প্রস্তুত হয়েছে। রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে বাসটি। সাবিনারা ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবে।

এরই মধ্যে নেপালের কাঠমান্ডু থেকে উড়াল দিয়েছে সাফ চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের প্রধান বিমানবন্দরের পৌঁছালে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে টিম হোটেলে কেক কাটার পাশাপাশি স্টাফরাও ছবি তোলেন সাবিনাদের সঙ্গে।

জানা গেলে সাফ চ্যাম্পিয়নরা বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবেন সাবিনারা।

বিআরটিসি বাসটির দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি নেয়ার মুহুর্ত।

ঋতুপর্ণা চাকমার ছবির উপরে রয়েছে কয়েকটি লোগো। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে। বিশেষ এই উপলক্ষ্যে বাফুফে স্মরণ করেছে তাদের। বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে। তাই তাদের লোগোও আছে বিশেষ এই স্থানে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর