আজ- মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
কুবিতে চালু হলো পেমেন্ট গেটওয়ে

কুবিতে চালু হলো পেমেন্ট গেটওয়ে: অনলাইনেই ফি দিতে পারবে শিক্ষার্থীরা

দীর্ঘ অপেক্ষার পর বাস্তবায়ন হয়েছে সোনালী ব্যাংক পিএলসি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির কার্যক্রম। যার ফলে ইতোমধ্যে শুরু হয়েছে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের যাবতীয় ফি প্রদান কার্যক্রম। অর্থ ও হিসাব দপ্তরের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অর্থনীতি বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের সেমিস্টার ফি প্রদান করেছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া শেষ হয়েছে। ধীরে ধীরে সকল শিক্ষার্থীর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হবে।

এর ফলে শিক্ষার্থীরা ভর্তি ফি, ফর্ম ফিলাপ ফি, হল ফি, সনদ/ট্রান্সকিপ্ট/ অন্যান্য উত্তোলন ফি-সহ বিবিধ ফি প্রদান করতে পারবে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি প্রদানের জন্য শিক্ষার্থীদের প্রথমে সোনালী ই-সেবা অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় অপশনে গিয়ে সকল ধরনের ফি প্রদান করতে পারবে।

এর আগে অনলাইনে যেকোনো ধরনের ফি আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালের ৯ আগস্ট একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হাসান টাইমস টুডেকে বলেন, ‘আগে আমাদের সেমিস্টার ফি, হল ফি প্রদানের জন্য অনেক বেশি সময় অপচয়ের সাথে সাথে পড়তে হতো নানা ভোগান্তিতে। কিন্তু এবার আমরা অনলাইনে সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে সকল ধরনের ফি প্রদান করতে পেরেছি ঘরে বসেই। এর ফলে আমাদের সময় এবং ভোগান্তি কমেছে। অনেক অনেক পেপারস পূরণ করতে হয় না। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

এ ব্যাপারে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন বলেন, ‘সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সকল ধরনের ফি প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কয়েকটি ডিপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে ফি প্রদানও করেছেন। তবে হল ফি প্রদানে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। দ্রুতই এটা সমাধান হবে এবং সকল শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্তির কাজ চলমান।’

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর