আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বজনপ্রীতির অভিযোগ, যুক্তরাষ্ট্রের দায়িত্বে টিকলেন না স্টুয়ার্ট ল

দায়িত্ব গ্রহণের মাত্র ৭ মাস পরই হেড কোচ স্টুয়ার্ট লকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। গত শুক্রবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ (২০২৩-২০২৭ চক্র) এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেয় উত্তর আমেরিকার দেশটি।

হুট করে কোচকে ছেড়ে দেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি যুক্তরাষ্ট্র ক্রিকেট। প্রধান নির্বাহী জোনাথন অ্যাটকেইসন শুধু সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সিদ্ধান্তটি নেওয়া তাদের জন্য খুব কঠিন ছিল।

তাছাড়া স্টুয়ার্ট ল এর বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, যুক্তরাষ্ট্রের অধিনায়ক ও সাত-আট জন সিনিয়র খেলোয়াড় স্টুয়ার্ট ল এর বিরুদ্ধে বৈষম্য, অবিশ্বাস ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেদারল্যান্ডস সফরেই ক্রিকেটার ও কোচের মধ্যে অনাস্থা তৈরি হয়ে থাকে। যুক্তরাষ্ট্র বিষয়টি শীতল করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ল’র বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। তারই প্রেক্ষিতে এবার আসলো বরখাস্তের সিদ্ধান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ল’র অধীনেই বাংলাদেশকে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ হারিয়েছিল যুক্তরাষ্ট। এরপর বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে আলোচনায় আসে স্বাগতিক দেশটি। এমনকি ল’র কৌশলী কোচিংয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র।

এত এত সাফল্যের পরও কোচ হিসেবে বেশিদিন টিকে থাকতে পারলেন না ল। উল্লেখ্য, গেল এপ্রিলে তিন বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোচ হয়েছিলেন অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার। এর আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কোচ ছিলেন ল।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video