আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বেলাল হোসেন দুপচাঁচিয়া পাইকপাড়া মহল্লার বাসিন্দা। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে আছেন।

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বেলাল হোসেন এক নম্বর আসামি।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বেলাল হোসেনকে আজ (সোমবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর