মালয়েশিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
এদিন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া যুবদল
মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও সেরদাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি লায়ন মাহবুব আলম।