দেশের বাইরে কিংবা দেশের ভেতরে কোথাও ঘুরতে যাওয়া সব ভ্রমণপিপাসুদের প্রধান উদ্দেশ্য ঝামেলাহীন ভ্রমণের স্বাদ পাওয়া। তবে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেকে শুরুতেই যে ভাবনায় পড়তে হয় তা হলো ভিসা প্রসেস এবং তার সঙ্গে যুক্ত থাকে হোটেল বুকিংসহ আরো অন্যান্য বিষয়। সব ভাবনার সমাধান একটি প্ল্যাটফর্মে না পাওয়ার কারণে অনেকের ভ্রমণ স্বপ্ন বাস্তবায়ন করা হয় না। তবে বর্তমানে ভ্রমণ খরচ, ভিসা পাওয়ার নিয়মকানুন ইত্যাদি তথ্য মেলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে। তেমনি একটি ফেসবুকভিত্তিক ভ্রমণ বিষয়ক গ্রুপ ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ।
২০২৩ সালে এই গ্রুপের প্রতিষ্ঠাতা মাছুমুল হক নিজের কানাডা ভিজিট ভিসা প্রসেস সময় তার ভ্রমণ সম্পর্কে একটি সুস্পষ্ট গাইডলাইনের অভাব অনুভব করেন। ইউটিউবে বাংলাভাষায় সহজে প্রক্রিয়াটি সম্পর্কে জানার জন্য অনেক খোঁজ করেও কোনো পূর্ণাঙ্গ ভিডিও না পেয়ে অবশেষে তিনি নিজেই ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপ খোলার চিন্তা করেন। একই সময় তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে প্রচুর মানুষ ভিসা সংক্রান্ত সাহায্য পেতে শুরু করে। দিন দিন এত বেশি প্রশ্ন আসতে থাকে যে তিনি ব্যক্তিগতভাবে সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সময়ের সংকটে পড়েন। এই বাস্তব চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং মানুষের মধ্যে সহজে সহযোগিতা পৌঁছে দিতে তিনি ফেসবুকের এই গ্রুপ প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি নিজে ছাড়াও অনেক ভ্রমণ অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি কমিউনিটি গড়ে তোলেন।
মূল উদ্দেশ্য এবং কার্যক্রম
গ্রুপটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল যাদের নিজেদের ভিসা প্রসেসে সহায়তা দরকার, তারা যেন সহজে তথ্য পেতে পারেন। ঘুড্ডি নামটি ব্যবহারের পিছনে রয়েছে মাছুমুলের শৈশব স্মৃতি। ঘুড্ডি অর্থাৎ ঘুড়ি তার জীবনে আনন্দের প্রতীক ছিল, যা তিনি এই গ্রুপের মাধ্যমে ভ্রমণকারীদের সাথে ভাগ করে নিতে চান। তিনি মনে করেন, ঘুড়ির মতোই মানুষও নিজের পথকে স্বাধীনভাবে উন্মুক্ত করতে চায় এবং তাই ট্রাভেল এইড বাংলাদেশ ট্যাগলাইনটি যুক্ত করে তাকে ভ্রমণ সহায়তা হিসেবে গড়ে তুলেছেন।