আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে নেপালকেই পেল বাংলাদেশ

দ্বিতীয় সেমি-ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে নেপাল। এতে গতবারের মতো এবারও চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। রোববার রাতে কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। যদিও ৯০ মিনিটের খেলা নানাকাণ্ডে আর ঘটনায় গড়িয়েছিল ১৭৫ মিনিট পর্যন্ত। যেটার শুরুটা হয়েছিল নেপালের একজন ফুটবলারের লাল কার্ড দেখা নিয়ে। সেটা আসলেই লাল-কার্ড পাওয়ার মতো ছিল কিনা সেটা নিয়ে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর একের পর এক কাণ্ডে ও ঘটনায় খেলা বন্ধ ও শুরু হতে থাকে।

৬২ মিনিটে ভারতের সঙ্গীতা বাসফোরি ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৮৮ মিনিটে নেপালের তারকা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি পাল্টা আক্রমণে অসাধারণ গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে ১৭৫ মিনিট পর্যন্ত ম্যাচ যায়। এতে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ।

টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গীতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি গোল বল পাঠান। ভারতের হয়ে লক্ষ্যভেদ করেন মনীষা ও কারিশমা সিরভোইকর। তবে অধিনায়ক আশালতা দেবীর শট পোস্টে লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা নেপালি গোলকিপার অঞ্জনা রানা মাগার।

বুধবার ৩০ অক্টোবর বিকেলে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে নেপালের সামনে প্রথম শিরোপা জয়ের।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর