আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৯
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচদিন খেলে ড্রয়ের মতো বিরক্তির কিছু নেই : ধোনি

টি-টোয়েন্টি কিংবা টেস্ট—বাইশগজে জয়রথে ছিল ভারত। অবশেষে তাদের সেই যাত্রা থেমেছে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে। ঘরের মাঠে কিউইদের কাছে জোড়া টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের ফাইনাল খেলা নিয়েও শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে টেস্ট খেলার ধরনে বদল এসেছে। টেস্ট ক্রিকেটকে অনেকেই রক্ষণাত্মক ঘরানার খেলা বলে যে তকমা দিয়ে এসেছে এত বছর ধরে, সেই প্রথা ভাঙ্গার একটা প্রচেষ্টা চলছে। বলা চলে শুরুটা করেছে ইংল্যান্ড। বেন স্টোকসের অধিনায়কত্বে ও ব্রেন্ডান ম্যাককালামের কোচিংয়ে জনপ্রিয়তা পাচ্ছে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট।

ভারতও পিছিয়ে নেই। টেস্ট ফরম্যাটেও আগ্রাসী ক্রিকেটের দিকে ছুটছিল। কিউইদের কাছে সিরিজ খোয়ানোর পর প্রশ্ন উঠেছে তাদের আগ্রাসী ক্রিকেট নিয়ে। হারলেও তারা খেলার ধরন বদলাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের এই খেলার ধরন পছন্দ সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির।

যেভাবে ক্রিকেট খেলার ধরনে বদল এসেছে তা ভালো লেগেছে তার। ধোনি জানিয়েছেন, ড্রয়ের মতো বিরক্তিকর আর কিছু নেই। টেস্ট ক্রিকেট খেলার ধরনে এই বদল নিয়ে ধোনি বলেন, ‘এই ধরনের ক্রিকেটকে যে কোনো নামে ডাকা যেতে পারে। কিন্তু আসল কথা হলো, ক্রিকেটে বদল এসেছে। ক্রিকেট খেলার ধরনে বদল এসেছে। আগে একদিনের ক্রিকেটে যে রান করে দল জিতত, এখন টি-টোয়েন্টিতেও সেই রান তাড়া হয়ে যাচ্ছে। দিনের শেষে এটা খেলা একটা ধরন। এই আগ্রাসী ক্রিকেট আমার পছন্দ।’

ভারতের হয়ে ৯০টি টেস্ট খেলা ধোনি মনে করেন, পাঁচ দিন খেলে ড্র করার মতো বিরক্তিকর আর কিছু নেই। ড্র নিশ্চিত জানার পরেও পঞ্চম দিন মাঠে থাকার যে যন্ত্রণা সেই অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। ধোনি বলেন, ‘টেস্ট ড্র হবে জানার পরেও পঞ্চম দিন খেলতে নামতে আমার সবচেয়ে বিরক্তি লাগত। কারণ, অনেক সময় গোটা দিন কিপিং করতে হতো। আমি জানি যে ম্যাচ ড্র হবে। কোনো ভাবেই ফলাফল হবে না। ব্যাটার, বোলাররাও সারা দিন ধরে পরিশ্রম করছে। এত কিছুর পর খেলা ড্র হচ্ছে। এর থেকে বিরক্তিকর আর কিছু হয় না।’

গত কয়েক বছরে ভারতের খেলার ধরন বদলেছে। ফলে ড্রয়ের সংখ্যাও কমেছে। এখন বেশির ভাগ টেস্টে হার-জিত দেখা যাচ্ছে। ধোনির মতে, খেলায় যে কোনও দল জিততে পারে। কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটাই আসল। তিনি বলেন, ‘ভাবুন তো পাঁচ দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মাঠে থাকার পর দেখলেন খেলা ড্র হলো। এটা তো কোনও ভাবেই ক্রিকেটের ভালো বিজ্ঞাপন হতে পারে না। এখন অনেক বেশি টেস্টে ফলাফল দেখা যাচ্ছে। টেস্ট খেলার ধরনে যে বদল এসেছে সেটা আমার খুব ভালো লাগছে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ক্রিকেটে আছেন ধোনি। আইপিএলে খেলছেন তিনি। এবার নিলামের আগে তাকে নিয়েই সবচেয়ে বেশি জল্পনা চলছে। চেন্নাই সুপার কিংস ঘরোয়া ক্রিকেটার হিসেবে ধরে রাখতে পারে তাকে। হয়তো এবারই শেষবার ক্রিকেট খেলতে দেখা যাবে ধোনিকে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর