ইসরাইল তোমরা ছিলে সর্বেসর্বা
এসেছে নবীরসুল তোমাদের বংশে ঘেরা
নিজের অহংকারে অধঃপতিত হয়েছো তোমরা
আজও রয়ে গেছ অভিশপ্ত জাতি
নিজের নাই শান্তির ভূমি
এই তোমাদের পরিণতি,
অন্যের শক্তিতে কাজ করো নিন্দা
কিয়ামত পর্যন্ত থাকবে এরকমই তোমরা ৷
অপরের ক্ষতি করে হতে চাও উৎকৃষ্ট
মহান আল্লাহ করেছে তোমায় নিকৃষ্ট
দয়া করে ফিলিস্তিন দিয়েছিল ঠাঁই
বেঈমানি করে তাদের তাড়াচ্ছ তাই,
রক্ত পিপাসু হয়ে মারছো মানুষ পাখির মতো
হাসপাতালে ও আক্রমণ করছো নির্লজ্জের মতো
ইসরাইল, তুমি শুনে রাখো,
ফিলিস্তিনে, স্বাধীন পতাকা উড়বেই একদিন ৷