দেশের বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ যখন বিপাকে পড়েছেন, ঠিক সে সময় পটুয়াখালীতে সবার মুখে মুখে প্রশংসায় ভাসছে সস্তার বাজারের কথা। ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য তিনে সেগুলো ক্রয়মূল্যেই বিক্রির উদ্যোগ নিয়েছে। আর এই বাজারের নাম দেওয়া হয়েছে সস্তার বাজার।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বিএনএসবি চক্ষু হাসপাতালের পেছনে ঘনবসতিপূর্ণ এলাকায় সংগঠনের সদস্যরা স্বল্পমূল্যে সবজি বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, পটুয়াখালী শহরের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা সবজি বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ঠিক পাশেই টাঙিয়ে দেওয়া হয়েছে মূল্য তালিকা। প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে এক কেজি বা এক আঁটি করে। এতে করে সবাই তাদের প্রয়োজনমতো পণ্য কিনতে পারছেন।
বাজারের মূল্য তালিকায় দেখা যায়, ১ আঁটি লাউশাক ৪০ টাকা, ১ আঁটি পুঁইশাক ২৫ টাকা, একটি লাউ ৪০ টাকা, এক কেজি রেখা ৫০ টাকা, ১ হালি কাচা কলা ২০ টাকা এবং ১ হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
একই পণ্য পটুয়াখালী নিউমার্কেট বাজারে প্রায় দ্বিগুণ দাম। যেমন, ১ আঁটি লাউশাক ৭০ টাকা, ১ আঁটি পুঁইশাক ৪০ টাকা, একটি লাউ ৮০-১০০ টাকা, এক কেজি রেখা ৭০ টাকা এবং ১ হালি কাচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। স্থানীয়রা ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এভাবে ন্যায্য মূল্যে সবজি কিনতে পেরে আমরা খুবই আনন্দিত। অধিকাংশ ব্যবসায়ী যেখানে অসৎ উপায়ে মুনাফা হাতিয়ে নিচ্ছেন, ঠিক এমন সময়ে ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
‘পটুয়াখালীবাসী’ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় সরকার তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। তাই আমরা স্বেচ্ছাসেবীরা উদ্যোগ নিয়েছি যে স্থানীয় কৃষকদের থেকে পণ্য সংগ্রহ করে ক্রয়মূল্যেই ক্রেতাদের কাছে সেগুলো বিক্রি করবো। এর ফলে স্থানীয় কৃষকরা যেমন ন্যায্য মূল্যে পণ্য পাবেন, ঠিক তেমনি ক্রেতারাও ন্যায্য দামে সেগুলো সংগ্রহ করতে পারবেন। আর এ জন্যই আমাদের বাজারের নাম দেওয়া হয়েছে সস্তার বাজার। আমরা কৃষকের থেকে যতদিন সবজি সংগ্রহ করতে পারবো, ততদিন আমাদের এই কাজ চলমান থাকবে।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ও জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মো. তারেক রহমান বলেন, ‘পটুয়াখালীবাসী’ সেচ্ছাসেবী সংগঠনটি তারা তাদের নিজ উদ্যোগে মানুষকে সেবা দেওয়ার জন্য ক্রয় মূল্যে সবজি বিক্রি করছে। এমন কাজকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমরা সব সময় তাদের পাশে আছি। এ কাজে তাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
উল্লেখ্য, দেশের বিভিন্ন ক্লান্তিলগ্নে ‘পটুয়াখালীবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ ১৫ বছর ধরে নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।