আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৮
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ থেকে প্রথম বাস রপ্তানি শুরু করেছে ইফাদ

প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে বাংলাদেশের অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস। চলতি সপ্তাহে তাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক চালানে ১১টি এসি বাস ভুটানে রপ্তানি করা হচ্ছে। ইফাদ অটোস নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানায় এসব বাসের ‘বডি’ তৈরি করা হয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বাস রপ্তানি সত্যিই বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। কারণ বাংলাদেশ সবসময় বাস আমদানি করেছে। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশ প্রথমবারের মতো রপ্তানি করায় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

ইফতেখার আহমেদ টিপু জানান, সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি সম্ভব। মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টারখ্যাত রাজ্যগুলো ইফাদ অটোসের কাছ থেকে এসি, নন-এসি বাস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে গাড়ি আমদানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করে। কারখানাটি শুরুতে গাড়ি সংযোজন করলেও পরে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারি বাস উৎপাদন শুরু করে।

ইফাদ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইফাদ অটোস। ১৯৮৫ সাল থেকে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ডভ্যান বাংলাদেশে বাজারজাত করছে। ২০১৭ সালে অশোক লেল্যান্ডের সহযোগিতায় ইফাদ অটোস ঢাকার ধামরাইয়ে গাড়ি ম্যানুফ্যাকচারিং কার্যক্রম শুরু করে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর