আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫০
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ গ্রেপ্তার

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১টায় জয়পুরহাট পৌর শহরের আলহেরা একাডেমি নগর নিজ বাসা থেকে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোলাম মাহফুজ চৌধুরী জেলার পূর্ব আক্কেলপুর এলাকার বাসিন্দা। তিনি জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ ও ৫ আগস্ট শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল এবং মেহেদী নামের এক অটোচালক মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদি হয়ে গোলাম মাহফুজ চৌধুরীকে ৩০ নম্বর আসামি করে মামলা করা হয়। এছাড়াও অটোচালক মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার তাকে ৫১ নম্বর আসামি করে মামলা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয় নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video