আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাজ ও রাষ্ট্রের পুনর্জাগরণ প্রয়োজন

অধ্যাপক তাসনিম সিদ্দিকী গবেষণা প্রতিষ্ঠান রামরু’র প্রতিষ্ঠাতা সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন শেষ করেছেন সম্প্রতি। সাম্প্রতিককালে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, রাষ্ট্র সংস্কার, নির্বাচনসহ নানা বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেন

বাংলাদেশে রাষ্ট্র কাঠামোর দুর্বলতা কোথায় বলে আপনি মনে করেন?

তাসনিম সিদ্দিকী: বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় এবং কিছুটা সময় পর সেই গণতান্ত্রিক সরকার ধীরে ধীরে স্বৈরাচারী রূপ লাভ করে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে তারা বারবার নিজেদের প্রয়োজনমতো সংবিধানকে পরিবর্তন করে নেয়। তারা সাংবিধানিক বৈধতা নিয়ে নেয়। পরবর্তী সময়ে আবার আরেকটা বিপ্লব করে তাদের ক্ষমতা থেকে সরাতে হয়, অন্য কোনো উপায়ে তাদের সরানো কঠিন হয়ে পড়ে। যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি প্র্যাকটিস করেছি, তখন এর অধীনে নির্বাচনগুলো মোটামুটি ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন অসহিংস প্রক্রিয়ায় হয়েছে। কিন্তু এর পরই আবার রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী আচরণ শুরু করেছে।

সর্বশেষ, আওয়ামী লীগ একটানা প্রায় ১৬ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে। এ সময়ের মধ্যে চারটি নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচনে অর্থাৎ ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তারা ক্ষমতায় এসেছে। এরপর তিন-তিনটি বিতর্কিত নির্বাচনে তারা নিজেদের বিজয়ী ঘোষণা করেছে। এ সময় আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামোর অনেক কিছু অকেজো করে ফেলেছে। বাংলাদেশকে সম্পূর্ণ এক ব্যক্তির শাসনে পরিণত করেছে। বিচার বিভাগ, আইন বিভাগসহ রাষ্ট্রের সব কাঠামোই ভেঙে পড়েছিল। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ক্ষমতা হারিয়েছিল। তারা এক ধরনের স্বপ্রণোদিত হয়েই ক্ষমতা হারিয়েছিল। সবকিছু এক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত হচ্ছিল। কেউ কিছুই করতে চাননি। সবকিছুই প্রধানমন্ত্রী বলবেন তারপর হবে। এরকম একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশকে। এ জায়গা থেকে এখন আমাদের বের হতে হবে। ভবিষ্যতেও যাতে রাষ্ট্র কাঠামো আবার এরকম একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় পরিণত হতে না পারে, সেভাবে রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের আয়োজন করবে। তবে তার আগে রাষ্ট্র কাঠামোর জরুরি সংস্কার করে যেতে হবে। দলীয় সরকার কথায় কথায় সংবিধান পরিবর্তন করে ফেলেছে। আমাদের সংবিধানকে দুষ্পরিবর্তনীয় করতে হবে। আইনসভাকে দ্বিকক্ষবিশিষ্ট করলে এটা সম্ভব। আমাদের যে বিশাল জনসংখ্যা, সেটা এক কক্ষবিশিষ্ট আইনসভা দিয়ে চালিত হলে এক ধরনের প্রধানমন্ত্রী কর্তৃক ডিক্টেটরশিপ চালু হয় বলে দেখেছি আমরা। আইনসভার দ্বিকক্ষবিশিষ্ট হলে এখান থেকে আমরা বের হতে পারব। একটি হবে পেশাভিত্তিক অর্থাৎ কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সব পেশার রিপ্রেজেন্টেটিভ থাকবে। সংবিধান পরিবর্তন করতে হলে দুটি কক্ষেই সেটা পাস হতে হবে। আমেরিকায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি দুটি কক্ষে দুটি দল থাকে। আমরা যদি তেমন একটি সিস্টেমে যেতে পারি, তাহলে পরিবর্তন আসতে বাধ্য।

দ্বিতীয়ত, সংবিধানকে এখন একটি আমূল পরিবর্তনের মধ্যে নিতে হবে। কারণ আমাদের সংবিধান অকেজো হয়ে পড়েছে। ’৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তা খারাপ ছিল সেটা বলব না। সে সময়কার বৈপ্লবিক জায়গা থেকে সেটা ভালো সংবিধান ছিল। কিন্তু ৭৩-৭৪ সালেও সেই সংবিধান পরিবর্তন করা হয়েছে। পরবর্তী সময়ে বারবার পরিবর্তন করতে করতে সংবিধান একটি অদ্ভুত অবস্থায় দাঁড়িয়েছে। সম্পূর্ণ সংবিধানকে নতুন করে লেখা গেলে সব থেকে ভালো হতো। নতুন করে সংবিধানে লেখা হলে সেখানে এখনকার প্রেক্ষাপটে মানুষের অধিকারগুলো ভালোভাবে স্থান পেত। যদি কোনো সময় সরকার স্বৈরতান্ত্রিক হয় তাহলে জনগণ সরকারকে অপসারণ করতে পারবে, সেই বিধি সংবিধানে থাকতে হবে। জনগণের শক্তিকে প্রয়োগের বিধান সংবিধানে নিশ্চিত করতে হবে।

বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্র উন্নয়নে সব দলের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়?

তাসনিম সিদ্দিকী: নির্বাচনে যে দল জিতেছে তারাই নিজেদের মতো করে সব সিদ্ধান্ত নিচ্ছে। একই সঙ্গে তারা বিরোধী দলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এমনটা থাকা চলবে না। আমরা যদি একটি শ্যাডো ক্যাবিনেটের ব্যবস্থা করি, যেটা ব্রিটিশ সরকার ব্যবস্থায় রয়েছে, তাহলে বিরোধী দলকে দমনের বিষয়টি আর আসবে না। যখন কোনো বিল পার্লামেন্টে উপস্থাপন করা হবে তখন বিরোধী দলের নির্দিষ্ট ব্যক্তিরা সেই বিলের ওপর রিসার্চ করবেন এবং তাদের মতামত প্রদান করবেন। সেই মতামতের ভিত্তিতে বিলটি আবার সংসদে আলোচনা করা হবে। আমরা এভাবে সরকার এবং বিরোধী দলের মধ্যে রাষ্ট্র গঠনের স্বার্থে পরস্পর সহযোগিতার সম্পর্ক চাই।

আমরা দেখি স্থানীয় সরকারের কোনো ক্ষমতা নেই। সংসদ সদস্যরা আইন পাস বা নীতি সিদ্ধান্ত গ্রহণে এককভাবে কাজ করেন। আমরা দেখি সংসদ সদস্যরা স্থানীয় সরকারে অংশগ্রহণ করছেন। এর ফলে স্থানীয় সরকার সবসময় দুর্বল থাকে। আমাদের প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমাদের দেশের আমলাতন্ত্র সব ক্ষমতা ঢাকাকেন্দ্রিক করে রেখেছে। এ ক্ষমতাগুলোকে ক্রমান্বয়ে ব্যুরোক্রেসির মধ্যে ভাগ করে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে ডিসিশন নেওয়া এবং পরিকল্পনা প্রণয়ন-বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে হবে।

বিশ্বের অনেক দেশে আমরা প্রদেশভিত্তিক শাসন দেখি। কেন্দ্রের জন্য আলাদা একটি সরকার এবং প্রতিটি প্রদেশের জন্য আলাদা সরকার। এ প্রক্রিয়ায় কিছু ভালো ফল পাওয়া যায়। আপনি কী মনে করেন?

তাসনিম সিদ্দিকী: আমার মনে হয় বাংলাদেশের আয়তন ছোট দেখে প্রদেশভিত্তিক শাসনের কথা চিন্তা করা হয়নি। কিন্তু আমার মনে হয় ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য এখন এমন চিন্তা করে যেতে পারে। জেলা পর্যায়ে সম্ভব না হলেও আমাদের সাতটি বিভাগকে আলাদা আলাদা করে ধরে প্রাদেশিক শাসনের মতো শাসন তাদের হাতে তুলে দেওয়ার চিন্তা করা যেতে পারে। এটা আমাদের স্টাডি করে দেখতে হবে।

সবাই সংবিধান সংশোধনের কথা বলছেন বা কেউ কেউ সংবিধানকে নতুন করে লিখতে বলছেন। অন্তর্বর্তীকালীন সরকার সেটা কীভাবে করতে পারে?

তাসনিম সিদ্দিকী: সরকার সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি অ্যাসেম্বলি তৈরি করতে পারে বা একটি নির্বাচন দিতে পারে। এসব দল থেকে অভিজ্ঞ কিছু ব্যক্তিকে নিয়ে এবং সরকারে বিদ্যমান বিশেষজ্ঞদের সমন্বয়ে এ নির্বাচনটা হতে পারে। নির্বাচনের পর গণপরিষদের মতো একটি সিস্টেমে সংবিধান সংশোধন করে তারপর আবার একটি নির্বাচন দিতে পারে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে কী ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন?

তাসনিম সিদ্দিকী: রাজনৈতিক দলগুলোর উচিত গ্রামপর্যায় থেকে নেতৃত্ব খুঁজে বের করা। আমাদের বিশাল ছাত্রসমাজ। এদের এলাকাভিত্তিক ভাগ করে প্রতিযোগিতার মধ্য দিয়ে নেতৃত্ব খুঁজে বের করতে পারি। যদি মাঠপর্যায় থেকে নেতৃত্ব তুলে আনা যায় সেটা রাজনৈতিক দলের মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। আমরা দেখি এখন দলের কেন্দ্র থেকে দু-একজনে ঠিক করে দিচ্ছেন কে কোন জায়গায় নির্বাচনে দাঁড়াবেন। আমাদের দেশে নমিনেশন বাণিজ্য ওপেন সিক্রেট একটা বিষয়। আমরা জানি, যিনি যত বেশি টাকা দিতে পারছেন তিনিই দলের নমিনেশন পাচ্ছেন। এই সিস্টেম থেকে বের হতে হবে।

প্রথমে এলাকাভিত্তিক মানে একেবারে প্রাইমারি স্টেজ থেকে নির্বাচন করে কিছু নেতৃত্ব বের করে আনতে হবে। এরপর তাদের মধ্য থেকে রাজনৈতিক দল নমিনেশনের জন্য একজনকে বেছে নেবে। আমরা যদি এমন সিস্টেম তৈরি করতে পারি এবং রাজনৈতিক দলগুলোকে তা মানতে বাধ্য করতে পারি, তাহলে পরিবর্তন সম্ভব। রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে যোগাযোগ করবে যে, আমরা এই শর্ত মেনে নির্বাচনে আসছি এবং নির্বাচনের পরও তা বদলাব না। যদি তারা ক্ষমতায় এসে এই কন্ট্রাক্ট মানতে অস্বীকার করে, তাহলে জনগণ আবার আন্দোলন করবে। অর্থাৎ রাজনৈতিক দল ক্ষমতায় এসে নিজের ইচ্ছামতো যা খুশি তাই করবে, এই সুযোগ দেওয়া যাবে না।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা কেমন হতে পারে?

তাসনিম সিদ্দিকী: আমরা এখন পর্যন্ত ভোটের অধিকারই প্রতিষ্ঠা করতে পারিনি। প্রতিটি বিষয় নিয়ে সিভিল সোসাইটির বক্তব্য শুনবে সরকার সেই বাধ্যবাধকতা তৈরি করতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে সিভিল সোসাইটির মতামত প্রদান করতে দেওয়া গণতন্ত্রের অন্যতম একটি হাতিয়ার। দেশের গণমাধ্যমকে স্বাধীন হতে হবে। দলের বাইরে গিয়ে তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এবারের ছাত্র আন্দোলনেও সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে। সরকার কর্তৃক মিডিয়াকে নিয়ন্ত্রণের সুযোগ বন্ধ করতে হবে। এ ধরনের যে আইনগুলো সরকার তৈরি করেছে, তা বাতিল করতে হবে।

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নাগরিকদের সংস্কারের প্রয়োজন আছে কি?

তাসনিম সিদ্দিকী: সমাজের মধ্যে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন। রাষ্ট্রেরও একটি পুনর্জাগরণের প্রয়োজন। এই পুনর্জাগরণ আমাকে আমার অধিকার সম্পর্কে সচেতন করবে এবং রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে অংশগ্রহণ করতে হয় তার পথগুলো শেখাবে। আমরা দেখেছি কীভাবে আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে। আমরা নাগরিক হিসেবে যেখানে ব্যর্থ হয়েছি সেই কাজ আমাদের ছোট ছোট ছেলেমেয়ে করেছে। এখন আস্তে আস্তে দেশের সবকিছু স্বাভাবিক হচ্ছে, তাই এখন তাদের পড়াশোনার জায়গায় ফেরত যাওয়া দরকার। রাষ্ট্রের প্রয়োজনে কখন সামনে আসতে হয় সেই সচেতনতা থাকতে হবে। ভবিষ্যতের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে হবে। সবসময় সংস্কারের জন্য পথে নামার প্রয়োজন হয় না। আইনি প্রক্রিয়ায়ও রাষ্ট্র সংস্কার সম্ভব। সেটাও আমাদের শিক্ষার্থীদের শিখতে হবে। মোট কথা তাদের সচেতন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে তারা যেন দায়িত্ব নিতে পারে নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে।

অনেকে দাবি করছেন বাংলাদেশে আইন করতে হবে যাতে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন। আপনার মতামত কী?

তাসনিম সিদ্দিকী: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট শাসিত সরকার। সেখানে আইন রয়েছে একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। অন্যদিকে যুক্তরাজ্যে নিয়ম হলো একজন ব্যক্তি দলের প্রধান হিসেবে যদি একবার নির্বাচনে হেরে যান তাহলে তাকে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে অন্য কাউকে নেতৃত্ব দিতে হবে। এই দুটি সিস্টেমের যে কোনো একটি সিস্টেম আমরা নিতে পারি।

যুক্তরাষ্ট্রে সরকারের মেয়াদ চার বছর। অনেক দেশে এরকম সরকারের মেয়াদ চার বছর। আবার অনেক দেশে আমাদের মতো পাঁচ বছরও রয়েছে। আমার মনে হয় সরকার গুরুত্বপূর্ণ কিছু কিছু পদক্ষেপ নিতে গেলে পাঁচ বছর প্রয়োজন পড়ে। তবে আমরা যেখানে একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি, পৃথিবীটা অনেক দূর এগিয়ে গেছে। সবকিছু আরও অনেক গতিশীল হয়েছে। আগে সরকারের যে কাজ পাঁচ বছর লাগত এখন সেই একই কাজ দুই বছরে করা সম্ভব। তাই সরকারের মেয়াদ চার বছর হতে পারে। পাঁচ বছরের জায়গায় সরকারের মেয়াদ চার বছর হলে হয়তো কাজের গতি বাড়বে। সবার লক্ষ্য থাকবে দ্রুত কীভাবে পরবর্তী নির্বাচনের আগে সরকারের ম্যান্ডেটগুলো সম্পন্ন করা যায়। সুতরাং এ বিষয়টা নিয়ে আমাদের আরও ভাববার অবকাশ রয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর