আজ- মঙ্গলবার | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৪
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোদ–বৃষ্টিতে গহনা ভালো রাখবেন যেভাবে

বর্ষার আকাশের মতিগতি বোঝা দায়। এই রোদ, এই বৃষ্টি! হুট করে আসা বৃষ্টিতে কাকভেজা হতে হয়। এ সময় বাইরে গেলে সব উপকরণের গহনা পরা ঠিক নয়। পরলেও সচেতন থাকতে হবে। বৃষ্টিতে ভিজে গেলে বাসায় ফিরে সঠিকভাবে যত্ন নিতে হবে। নয়তো অল্প দিনেই প্রিয় গহনা তার জৌলুস হারাবে।

যেভাবে যত্ন নেবেন:

  • বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এ কারণে বৃষ্টিতে ভেজা গহনায় দাগ পড়ে যায়। বাইরে থেকে ফিরে ভেজা গহনা নরম সুতি কাপড়ের সাহায্যে মুছে নিন।
  • গহনায় দাগ পড়ে গেলে সাবান-পানি কিংবা টুথপেস্ট-ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিন।
  • সোনার গহনা ময়লা হলে কুসুম গরম পানির সঙ্গে সাবান মিশিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে।
  • কাপড়ের গহনা বৃষ্টিতে ভিজলে অনেকটা নষ্ট হয়। তাই বাসায় ফিরে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিন।
  • মুক্তাপ্রবাল পাথরের তৈরি গহনা একই বাক্সে না রেখে আলাদা আলাদা বাক্সে রাখুন। নয়তো আঁচড় লেগে দাগ বসে যেতে পারে।
  • বৃষ্টির দিনে ক্লের গহনা নিঃসংকোচে পরা যাবে। কেননা, ক্লে একবার শুকিয়ে গেলে পানির সঙ্গে আর মেশে না। এ ধরনের গহনা পানিতে ভিজলে মুছলেই আগের অবস্থায় ফিরে যাবে।
  • পানিতে ভিজলে কাঠের গহনার রং নষ্ট হয় না। তবে এর মান আগের চেয়ে খারাপ হতে পারে। তাই বৃষ্টির দিনগুলোয় কাঠের গহনা না পরা ভালো।
  • ধাতবের গহনা বৃষ্টির পানিতে ভিজলে কালো হয়ে যায়। তাই ধাতবের গহনা পরলে তা যেন পানিতে না ভিজে সেদিকে খেয়াল রাখুন। ভিজে গেলে সুতি কাপড়ের সাহায্যে মুছে, টিস্যুতে পেঁচিয়ে এয়ার টাইট বক্সে রেখে দিন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ