আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪২
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাইসুল এইচ চৌধুরীর কবিতা তোমার কোথাও নেই এবং অন্যান্য

কেমন আছেন বৃষ্টিবিলাসী

এ শহরে বৃষ্টি ভীষণ, দেখতে যদি আসেন
আপনিও কি আমার মতো বৃষ্টি ভালোবাসেন
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
আপনার জন্য এমন বৃষ্টি থাকুক বারোমাসই

এ শহরে মেঘের দিনে, কেউ করেনি বারণ
আপনার-আমার বৃষ্টিভেজার একই ছিল কারণ
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
চলুন না হয় দুচোখ ভরে বৃষ্টি দেখে আসি!

এ শহরে বর্ষা এলে মনের দুয়ার খুলে
আপনারও কি ইচ্ছে করে দুঃখ যেতে ভুলে
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
জানেন নাকি আমিও খুব বৃষ্টি ভালোবাসি!

এ শহরে শীতলতা, পাঁজর ভরা ব্যথা
আপনি বুঝি আগলে রাখেন মন গহীনে কথা
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
নীরব মনে বৃষ্টিকথা দুজন ঠিকই পুষি!

 

ধার করবো সুখ

তোমার হাসি বুকে বিঁধে বিঁধুক
না হয় বাড়ুক আরও কিছু দুঃখ
দেখো আমি ঠিক, ধার করবো সুখ!

তোমার জন্য ভালোবাসা থাকুক
না হয় বাড়ুক একটু দেখার অসুখ
দেখো আমি ঠিক, চাইবো এতটুক!

তুমি সেদিন বৃষ্টিবিলাস হবে
কাঠগোলাপের মায়ায় মিশে রবে
সন্ধ্যা নামার আগে, যেদিন দেখা হবে!

আমি সেদিন জল জোছনার মতো
তোমার বুকে আছড়ে হবো নত
জানতে তোমার গভীরতা কত?

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video