আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৪
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যে ৭ আচরণ দেখে স্বার্থপর ব্যক্তি চিনবেন

শেকসপিয়ার বলেছেন, ‘পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ আর প্রতিটি নারী ও পুরুষ সেই মঞ্চের অভিনেতা। এ মঞ্চে প্রবেশপথও আছে আবার বহির্গমন পথও আছে; জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন।’ আবার তিনি এও বলেছেন, ‘সবাইকে ভালোবাসুন, খুব কম লোকের ওপর ভরসা রাখুন।’

চারপাশে চোখ বুলালে দেখবেন অসংখ্য মানুষ। কিন্তু সবাই খুব কাছের হয় না। সবার ওপর ভরসা করা যায় না। অনেক সময় খুব কাছের মানুষ সেজে অনেকে প্রতারণা করে; নিজের সুবিধা ষোলোয়ানা বুঝে নিয়ে চলে যায়। সেসব মানুষের চেহারায় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য লেখা থাকে না। আদতে কারোরই থাকে না। মানুষকে চিনতে হয় তাঁর আচরণ দিয়ে। আপনার পরিমণ্ডলে যারা প্রতিনিয়ত বিচরণ করে, তাদের আচরণ দেখে শনাক্ত করুন তারা স্বার্থপর কিনা।

স্বার্থপর ব্যক্তির ৭ বৈশিষ্ট্য
সবার আগে ‘আমি’: স্বার্থপর ব্যক্তিরা সবসময় নিজেকে বেশি প্রাধান্য দেন। তিনি যে কেবল নিজের যত্ন নিতে ব্যস্ত থাকেন, তা নয়। এ ধরনের ব্যক্তি সব অবস্থায় নিজের ইচ্ছা, চাহিদা, প্রয়োজনকে আগে প্রাধান্য দেন। নিজের ইচ্ছার বাইরে কোনোকিছু করতে চান না। এমনকি অন্যকে দিয়ে নিজের প্রয়োজনগুলো পূরণ করতেও তারা সিদ্ধহস্ত থাকেন।

সহমর্মিতার অভাব: স্বার্থপর মানুষ অন্যের অনুভূতিগুলো বিবেচনা করেন না। কারও অসুবিধা, দুঃখ-কষ্ট, পারিবারিক সমস্যা দেখার সময় যেন তাদের হাতে নেই। তারা মানুষকে ভেতর থেকে ভালোবাসেন না। কেবল সামনাসামনি ভালোবাসার অভিনয় করেন। কর্মক্ষেত্রে এমন স্বার্থপর সহকর্মী প্রায়ই দেখা যায়। তারা অন্য একজন সহকর্মীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা বিবেচনা করেন না। উল্টো কাজের গতি কমে গেলে বদনাম করে বেড়ান।

শেয়ার করায় পটু নয়: স্বার্থপর ব্যক্তিরা নিজের কোনো কিছু অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে চান না। খাবার, পোশাক কিংবা অন্য কোনো সামগ্রী শেয়ার করেন না। অথচ বিশেষজ্ঞরা বলেন, শেয়ার করা খুব ভালো অভ্যাস। এতে সামাজিক সম্পর্ক ও দায়িত্ববোধ বাড়ে। এ ধরনের ব্যক্তিরা নিজেদের দুঃখ, অপারগতা অন্যের কাছে প্রকাশ করতেও ভয় পান। তাদের মাথায় হারজিতের অসংখ্য প্রশ্ন খেলা করে। তারা কেবল জিততে চান।

নিজেকে সবসময় প্রতারিত ও বঞ্চিত ভাবেন: আপনার আশপাশে তাকালে এমন কিছু লোক নিশ্চয় পাবেন, যারা সবসময় নিজেকে প্রতারিত ও বঞ্চিত ভাবেন। জীবনে যা কিছু হয়, সবকিছু তারা অধিকাংশ সময় মানতে পারেন না। দায়িত্ব এড়াতে এবং অন্যের কাঁধে দোষ চাপাতে তারা ব্যস্ত থাকেন।

সীমানা অতিক্রম করেন: যে কোনো সম্পর্কে আবেগীয় সীমানা থাকা দরকার। কী করা যাবে, কতটুকু করা যাবে তার মাত্রা থাকা উচিত। আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষ সেসব মাত্রা ছাড়িয়ে যান। স্পেস ও স্বাধীনতা দিতে চান না। নিজস্ব ভাবনার বাইরেও ভাবতে পারেন না।

অন্যের সফলতায় আগ্রহ না থাকা: স্বার্থপর মানুষ নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকেন, অন্যকে তিনি মূল্যায়ন করতে চান না। অন্যের সফলতা, অর্জনকে একবাক্যে ছোট করে দেন। সফল ব্যক্তিকে হেয় করতে দ্বিধা করেন না। তারা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চান।

ছাড় দেন না: জীবনে চলার পথের বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিতে হয়। মেনে নিয়ে, মানিয়ে নিয়ে পথ চলতে হয়। স্বার্থপর ব্যক্তিরা ছাড় দিতে চান না। তারা ছাড় দেওয়াকে হেরে যাওয়া মনে করেন। অথচ বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখার মেরুদণ্ড হলো ছাড় দেওয়া।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর