আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৭
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (২৭ ডিসেম্বর) ভোরে হোসেন্দী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে সৈকত হোসেন বাবু (২৭) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসেন মিয়া (২৬)।

সৈকত হোসেন বাবু হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি ও হোসেন মিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে হোসেন্দী গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে ওই নেতারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সৈকত হোসেন বাবুর বিরুদ্ধে বিস্ফোরক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। অন্যদিকে বিস্ফোরক, চুরি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজহার নামীয় আসামি। একাধিক মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video