আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৬
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নারী নির্যাতনের সমাধান খুঁজতে হবে

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পারিবারিক সহিংসতার ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে জানাতে হবে। যদি পুনর্বাসন প্রক্রিয়ায় নির্যাতনের শিকার নারী বা শিশুকে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, তাতেই আমাদের সার্থকতা।

গতকাল শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলাবিষয়ক অধিদপ্তর এবং ইউএনএফপির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

উপদেষ্টা আরও বলেন, ‘দেশে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, তার বেশিরভাগই যথাযথভাবে চিহ্নিত করা যায় না। তাই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. রেজাউল করিম এবং জেলা প্রশাসক মোহাম্মদ শের

মাহবুব মুরাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা নাসরিন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর